সত্যখবর ডেস্ক: নেত্রকোণার পূর্বধলায় নিখোঁজের একদিন পর রাজধলা বিলের পানির নিচ থেকে স্কুল ছাত্র আকিব হাসান মাহিনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। বুধবার দুপুরে স্কুল শেষে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে সে নিখোঁজ হয় ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে রাজধলা বিলের উত্তর পশ্চিম কোণের বড়ঘাট এলাকায় আকিবের মরদেহ উদ্ধার হয়।
আকিব পুর্বধলা উপজেলার রাজপাড়া এলাকার ফারুক আহমেদের ছেলে। সে পুর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে দশম শ্রেণির ছাত্র।
পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার দুপুরে তার দুই বন্ধুর সাথে ঘুরতে বের হয়। এরপর বিকাল ৫ টার দিকে দুই বন্ধু বাড়ি ফিরে গেলেও আকিব রাত ১০ টা নাগাদ বাসায় না পৌঁছায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে।
আজ ভোরের দিকে স্বজনরা আকিবের পরিহিত জামা ও মোবাইল রাজধলা বিলের উত্তর পশ্চিম কোনে দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় ময়মনসিংহের ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে বেলা সাড়ে ১১ টার আকিবের মরদেহ উদ্ধার করা হয়।
এর সত্যতা নিশ্চিত করেছেন পুর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম।
Leave a Reply