সত্যখবর ডেস্ক: দিনাজপুরের বোচাগঞ্জের পল্লিতে বন্ধুর বাড়ি থেকে সাকিব হাসান নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে বন্ধু মিরাজ ও তার পিতা লাইসুর রহমান পলাতক রয়েছে বলে পুলিশ জানায়।
শনিবার দিবাগত রাতে খবর পেয়ে পুলিশ বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউপির টেনা গ্রামের লাইসুর রহমানের বাড়ি থেকে একই উপজেলার নাফানগর গ্রামের সাকিব হাসানের অর্ধগলিত লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
মৃত সাকিব হাসান (১৮) বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়নের নাফানগর গ্রামের মমিনুল ইসলামের ছেলে। নিহত সাকিব নাফানগর টেকনিক্যাল কলেজের ছাত্র বলে জানা গেছে।
মৃত সাকিবের বাবা মমিনুল ইসলাম ও পুলিশ জানায়, শুক্রবার দুপুরের পর সাকিব তার নিজ বাড়ি হতে ক্রিকেট খেলার ব্যাট হাতে নিয়ে বের হয়। এরপর সে বাড়ি ফিরে আসে নাই। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পায়নি পরিবারের লোকজন।
এরই মধ্যে শনিবার দিবগত রাতে উপজেলার টেনা গ্রামের লাইসুরের বাড়ি থেকে দুর্ঘন্ধ ছড়াচ্ছে মর্মে নাফানগর ইউপি চেয়ারম্যান শাহান পারভেজ অবগত করলে বোচাগঞ্জ পুলিশ গভীর রাতে ঘটনাস্থলে গিয়ে সাকিবের বন্ধু মিরাজ হোসেন এর শয়ন কক্ষের বিছানা থেকে কাথা বালিশ দিয়ে মুড়ানো অবস্থায় সাকিবের অর্ধগলিত লাশ উদ্ধার করে।
বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক রাসেল ঘটনার এর সত্যতা নিশ্চিত করে জানান, সাকিব হাসানের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকে বন্ধু মিরাজ ও তার পিতা লাইসুর রহমান পলাতক রয়েছেন।
Leave a Reply