1. mmisuk010@gmail.com : Misuk joy : Misuk joy
  2. admin@wordpress.com : root :
  3. rijukushtia@gmail.com : riju :

কুষ্টিয়ায় আনসার ভিডিপিতে দুর্নীতি-ঘুষ বানিজ্যের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইমঃ রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৪৩ মোট ভিউ
কুষ্টিয়ায় আনসার ভিডিপিতে দুর্নীতি-ঘুষ বানিজ্যের প্রতিবাদে মানববন্ধন

সত্যখবর ডেস্ক: কুষ্টিয়ায় আনসার ভিডিপি কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতা অনিয়ম দুর্নীতিসহ ঘুষ বানিজ্যের প্রতিবাদ এবং বিচার চেয়ে মানববন্ধন ও স্মারলিপি প্রদান করেছে স্মার্ট কার্ডধারী আনসার সদস্যরা।

রবিবার (১৯ মে) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসন প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয়া আন্দোলনকারীদের অভিযোগ, কুষ্টিয়া সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ জেলার কতিপয় অসাধু কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতা ও ঘুষ বানিজ্যে বাধাদানসহ দাবিকৃত ১হজার ৫শ টাকা ঘুষ না দেয়ায় নির্বাচনে আনসারের ডিউটি থেকে আমাদের বাদ দিয়ে উল্টা আমাদের বিরুদ্ধে শ্খৃংলা ভঙ্গের অভিযোগ এনে মামলা দিয়ে হয়রানির হুমকি দিচ্ছেন কর্মকর্তারা। প্রশিক্ষিত ও সুশৃংখল বাহিনী আনসারের মধ্যে বিদ্যমান স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির মূল উৎপাটন করে পুঞ্জিভুত ক্ষোভের নিরসন ও বিচার দাবি করেন ভুক্তভোগী এসব স্মার্ট কার্ডধারী আনসার সদস্যরা।

এসময় স্মার্ট কার্ডধারী সদর উপজেলার জিয়ারখি ইউনিয়ন কমান্ডার সালাউদ্দিন খানের অভিযোগ, টাকার বিনিময়ে কুষ্টিয়া আনসারে যে সকল কর্মকান্ড হচ্ছে এটা চরম ঝুঁকিপূর্ন। একজন প্রশিক্ষন বিহীন আনকোর নতুন ছেলের হাতে রাষ্ট্রীয় অস্ত্র তুলে দিয়ে নির্বাচনী ডিউটিতে পাঠাচ্ছে, এতে উদ্ভুত পরিস্থিতিতে প্রয়োজনে ফায়ার দেয়া লাগলে ওর কোন ক্ষমতা নেই ফায়ার দেয়ার, আবার বিশৃংখলা সৃষ্টি হলে সেখান থেকে দুর্বৃত্তদের খপ্পর তেকে রাষ্ট্রীয় অস্ত্র ছিনতাইয়ের হাত থেকে রক্ষা করে আবার সেটা থানায় জমা দিতেও পারবে। এমন পরিস্থিতি হলে তো সেটা জাতীয় ভাবেই একটা নিরাপত্তার হুমকির কারন হতে পাওে, তখন এই দায় কে নেবে?

আনসার সদস্যা মুসলিমা খাতুনের দাবি, ‘সদর উপজেলা পরিষদের নির্বাচনে ডিউটি দেয়ার জন্য কমান্ডারের দাবিকৃত পনরো’শ টাকা দিতে না পারায় আমাকে নির্বাচনী ডিউটি থেকে বাদ দেয়া হয়েছে। এর প্রতিবাদ করেছি বলে আমাকে চরম ভাবে হুমকি দিচ্ছে থানা কমান্ডার, মোস্তাফিজুর রহমান’। আমরা এর বিচার চাই।

তবে এবিষয়ে মুঠোফোনে যোগাযোগ করে সদর উপজেলা কমান্ডার মোস্তাফিজুর রহমানের মন্তব্য জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

তবে জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত মানববন্ধন প্রসঙ্গে জানান, ‘এমন একটি ঘটনা আমি শুনেছি, তবে তারা কোথায় মানববন্ধন করেছে সেটি আমি জানি না। কুষ্টিয়ায় নির্বাচনী ডিউটিতে আনসার সদস্যদের নিযুক্ত প্রক্রিয়া বিষয়ক সংবাদ বিভিন্ন গণমাধ্যমে এসেছে। অভিযোগগুলির সত্যতা যাচায় করে দোষীদের বিরুদ্ধে প্রাথমিক ব্যবস্থা গ্রহনসহ পরবর্তী পদক্ষেপ গ্রহনে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে, আন্দোলনকারীরা এসব না করে আমার কাছে আসতে পারতো’।

সুনির্দিষ্ট অভিযোগ সম্বলিত স্মারকলিপির সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মহসিন উদ্দিন জানান, ‘কিছু আনসার সদস্যের স্বাক্ষর সম্বলিত একটি লিখিত অভিযোগ দিয়েছেন তারা। বিষয়টি দেখে প্রয়োজনীয় কার্যকরী উদ্যোগ নেবেন ডিসি স্যার’।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও পড়ুনঃ
© All rights reserved © 2021 | Powered By Sattokhobor Media Ltd
Site Customized By NewsTech.Com