সত্যখবর ডেস্ক: কুষ্টিয়া শহরের হাউজিং-এ ব্লক এলাকার(৪৭)বছর বয়সী শাহিনুল হক লিটন ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। ৩ দিন ধরে তার অটোরিকশাসহ তিনি নিখোঁজ রয়েছেন।
শনিবার (১৮ মে) বিকেলে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে তিনি নিখোঁজ হন।
আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত তাঁর কোনো হদিস মেলেনি। অটোরিকশা চালক শাহিনুল হক লিটনের ব্যবহৃত মোবাইলফোনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, এতে দুশ্চিন্তায় পরিবার ও তার স্বজনরা।
নিখোঁজ শাহিনুল হক লিটন শহরের হাউজিং-এ ব্লক এলাকার বাসিন্দা। তিনি একই এলাকার মৃত, ইজাবুল হকের ছেলে। তাঁর এক ছেলে ও এক মেয়ে। ছেলে-মেয়ে দুজনই উচ্চমাধ্যমিকে পড়াশোনা করেন। লিটন নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কুষ্টিয়া মডেল থানায় তার স্ত্রী মনিরা হক সাধারণ ডায়েরি(জিডি) করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজের দিন কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকার দিকে যান শাহিনুল হক লিটন। এরপর থেকে অটোরিকশাসহ তাঁর আর কোনো হদিস পাওয়া যাচ্ছে না। স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সবস্থানে খোঁজ করেও লিটনের সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ শাহিনুল হক লিটনের স্ত্রী মনিরা হক বলেন,কারো সঙ্গেই আমাদের শত্রুতা নেই। আমার স্বামী লিটন অটোরিকশা চালিয়ে সংসার চালান। সংসারের জন্য অটোরিকশা নিয়ে বের হয়ে লিটন নিখোঁজ হন। ৩দিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমাদের উপার্জনের একমাত্র অবলম্বন অটোরিকশাটিও পাওয়া যাচ্ছে না। থানায় গিয়ে আমার স্বামীকে খোঁজার তাগিদ দিচ্ছি। কিন্তু থানা-পুলিশ এখনো খোঁজ দিতে পারেননি।
শাহিনুল হক লিটনের ছেলে নীল বলেন, আমার বাবা নিখোঁজের পর পুরো পরিবারটি ভেঙে পড়েছে। আমরা আর্থিকভাবে নানা সমস্যায় জর্জরিত। আমাদের দুই ভাই বোনের পড়াশোনা খরচ অটোরিকশা চালানোর টাকা দিয়েই হতো।আমরা আমার বাবার সন্ধান চাই।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা বলেন, অভিযোগ পেয়েছি। প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্তের চেষ্টা করছি। সব দিক থেকেই নিখোঁজ ব্যক্তির সন্ধান করছে সাইবার টিম ও পুলিশ।
Leave a Reply