অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।এ নিয়ে সিরিজে চতুর্থবারের মতো আগে ব্যাট করবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি স্পোর্টস। এর আগে সিরিজের প্রথম তিন ম্যাচ জিতেই সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। চতুর্থ ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়ায় অজিরা। ফলে দুই দেশই এ ম্যাচ জিতে জয় দিয়ে সিরিজ শেষ করতে চাইবে। সিরিজের প্রথম চার ম্যাচ অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছিল বাংলাদেশ। শেষ ম্যাচে এনেছে দুই পরিবর্তন। তরুণ শামীম হোসেনের জায়গায় দলে এসেছেন মোসাদ্দেক হোসেন। অন্যদিকে শরীফুল ইসলামের বদলে খেলবেন মোহাম্মদ সাইফউদ্দিন। বাংলাদেশ একাদশ মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, নুরুল হাসান (উইকেটকিপার), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ
Leave a Reply