মহামারির সংক্রমণ তাণ্ডব দমাতে সারাদেশে গণটিকা কার্যক্রম পরিচালনা করছে সরকার। ফলে বিশ্বের নানা উৎস থেকে আসছে করোনা প্রতিরোধী টিকা। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে উপহার হিসেবে আরও ১০ লাখ ডোজ ফাইজারের টিকা দেশে আসছে আজ।
আজ সন্ধ্যায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে এসব টিকা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান- যুক্তরাষ্ট্র থেকে বুধবার উপহারের ১০ লাখ ডোজ ফাইজারের টিকা আসবে। এ দিন সন্ধ্যায় টিকাগুলো ঢাকায় পৌঁছাবে।এ দিকে- বিমানবন্দরে এই টিকার চালান গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
এর আগে গত সোমবার ৩০ আগস্ট সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উপহারের এই ১০ লাখ ডোজ ফাইজারের টিকা দেশে আসার কথা ছিল। তবে ওই দিন দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয় টিকা আসার সময়ে পরিবর্তন হয়েছে। ফলে ফাইজারের এই টিকার চালানটি আজ দেশে আসবে।
Leave a Reply