1. mmisuk010@gmail.com : Misuk joy : Misuk joy
  2. admin@wordpress.com : root :
  3. rijukushtia@gmail.com : riju :
শিরোনামঃ
হৃদরোগে মৃত্যুর হার কমাতে জয়পুরহাটে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর প্রশিক্ষণ কর্মশালা কুষ্টিয়ায় গলায় ফাঁস দিয়ে শিশুর আত্মহত্যা ক্রিকেটার পরিচয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে ১৫ বাংলাদেশি আটক মোটরসাইকেলের ধাক্কায় শ্রমিক নিহত বিএসএফ কর্তৃক আটককৃত বাংলাদেশি জেলে ফেরত, বিজিবির কার্যকরী ভূমিকা যে কাউকে আ’লীগের দোসর বলে হয়রানি করেন এসআই আনিছ বৈষম্যবিরোধী ও এনসিপি’র নেতাদের ওপর হামলায় মামলা, গ্রেপ্তার এক ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রীর মৃত্যু কুষ্টিয়ায় রেষ্টুরেন্ট ব্যবসার আড়ালে অন্তরঙ্গ ভিডিও ধারন: ব্লাকমেইল করে অর্থ আদায় গাংনীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার
repliquemontre.co
www.igetaustralianvapor.com
www.topwatchesol.com

fake rolex

relojes replica

shi sha magic
franck muller replica

কুষ্টিয়ায় মাংসের বদলে বারবার ঝোল দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪

  • আপডেট টাইমঃ শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮ মোট ভিউ
কুষ্টিয়ায় মাংসের বদলে বারবার ঝোল দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪
কুষ্টিয়ায় মাংসের বদলে বারবার ঝোল দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪

কুষ্টিয়ার কুমারখালীতে খতনার অনুষ্ঠানে মাংসের বদলে বারবার ঝোল দেওয়া নিয়ে খাবার পরিবেশকদের সঙ্গে আমন্ত্রিত অতিথিদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের রাশিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়িতে তাঁর ছেলের খতনা উপলক্ষে দাওয়াতের অনুষ্ঠান চলছিল।
আহত ব্যক্তিরা হলেন মনোহরপুর গ্রামের আকবরের ছেলে মাহফুজুর রহমান (২০) ও চান্নু হোসেন (৩৫), কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের আবদুর রশিদের ছেলে শহিদুল ইসলাম (৪৫) এবং ইয়াকুবের ছেলে জামিরুল (১৯)। তাঁদের মধ্যে মাহফুজুরের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাঁর মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাশিদুলের ছেলে রাফির খতনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্তত ৩০০ স্বজন ও প্রতিবেশীকে দাওয়াত দেওয়া হয়। দুপুর থেকে সাজানো প্যান্ডেলে খাওয়াদাওয়া চলছিল। বেলা তিনটার দিকে সেখানে প্রতিবেশী আকবরের স্ত্রী, দুই সন্তান মাহফুজুর, চান্নুসহ তাঁর পরিবারের অন্তত আটজন এক টেবিলে বসে খাচ্ছিলেন। সেখানে খাবার পরিবেশন করছিলেন রাফির মামা শহিদুল ইসলাম। সে সময় চান্নু মাংসের গামলা বদল করে ভালো মাংস আনতে বলেন।

শহিদুল কয়েকবার গামলা বদল করে দেন। তবে প্রতিবারই গামলায় অতিরিক্ত ঝোল থাকা নিয়ে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি হয়, এ থেকেই সংঘর্ষ বাধে। প্রায় আধা ঘণ্টা চেয়ার–ছোড়াছুড়ি করে একে অপরকে আক্রমণ করেন। খবর পেয়ে সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে আহত মাহফুজুর বলেন, বারবার মাংসের বদলে ঝোল দিয়েছিল। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তাঁর মাথায় চেয়ার দিয়ে আঘাত করে ফাটিয়ে দিয়েছে প্রতিপক্ষ। এ ব্যাপারে তিনি থানায় মামলা করবেন।

রাফির বাবা রাশিদুল ইসলাম বলেন, মাংসের ঝোল নিয়ে প্যান্ডেলে নিজেরা নিজেরা মারামারি ও ভাঙচুর করেছেন। অনুষ্ঠানের আনন্দ এখন বিষাদে পরিণত হয়েছে।

আহত চান্নু হোসেন বলেন, ‘চাচাতো ভাইয়ের ছেলে রাফির খতনার অনুষ্ঠানে এসেছিলাম। মাংস চাওয়ায় রাফির মামা শহিদুল ও তার লোকজন আমাদের ব্যাপক মারপিট করেছে, মাথা ফাটিয়েছে। আমরা বিচার চাই।’

অভিযোগ অস্বীকার করে রাফির মামা শহিদুল ইসলাম বলেন, ‘বারবার মাংসের গামলা বদল করে দেওয়ার পরও চান্নু অভিযোগ করতে থাকে। এ নিয়ে তর্কাতর্কি করতে করতে চান্নুরা আমাকে মারধর করে জামা ছিঁড়েছে, মেরে চোখ ফুলিয়ে দিয়েছে। ভিড়ের মধ্যে কে কার মাথা ফাটিয়েছে, তা জানি না।’

কুমারখালী থানার উপপরিদর্শক সোহাগ শিকদার বলেন, খতনার অনুষ্ঠানে খাবার পরিবেশকদের সঙ্গে আমন্ত্রিত অতিথিদের কয়েক দফা সংঘর্ষের ঘটনায় চারজন আহত হয়েছেন। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও পড়ুনঃ
© All rights reserved © 2021 | Powered By Sattokhobor Media Ltd
Site Customized By NewsTech.Com