1. mmisuk010@gmail.com : Misuk joy : Misuk joy
  2. rijukushtia@gmail.com : riju :

কুষ্টিয়ার কুমারখালীতে  দুই গ্রুপের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর

  • আপডেট টাইমঃ শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৫৯ মোট ভিউ

উইমেন ডেস্ক: কুষ্টিয়ার কুমারখালীতে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। এসময় কয়েকটি ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। শনিবার (২০ আগস্ট) সকালে উপজেলার সদকী ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই গ্রামের মৃত শামছুদ্দিন শেখের ছেলে লিটন শেখ (২৫), মুহাম্মদের ছেলে মামুন আলী (৩৫), আহম্মদ আলীর ছেলে আসলাম (৪৫) ও মৃত ফয়েজ উদ্দিনের ছেলে আব্দুল কাশেম (৫০)। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, ২০২০ সালের ৬ মে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুলাল মিস্ত্রির সমর্থক হুমায়ুন মণ্ডলকে (৪৪) কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। পরে নিহতের ছোট ভাই সাইদুল ইসলাম বাদী হয়ে ৩৬ জনের নামে মামলা করেন। ১ আগস্ট মামলার ৪ নম্বর আসামি সেলিমকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এ ঘটনায় নিহতের ভাই শাহীন আলী ২৯ জনকে আসামি করে মামলা করেন।

সেলিম হত্যা মামলার আসামিরা জামিন নিয়ে প্রায় দুই শতাধিক সমর্থকসহ সকালে গ্রামে ঢুকে নিজ বাড়িতে অবস্থান নেয়। খবর পেয়ে বাদীপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের আক্রমণ করে। এতে শাহীন আলী গ্রুপের মামুন, লিটন ও কাশেম গুরুতর আহত হন। এসময় আসামিপক্ষের আসলামও গুরুতর আহত হন। ঘটনার পর থেকে চরপাড়া এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আনসার আলী জানান, প্রতিপক্ষরা জামিন নিয়ে গ্রামে ঢুকে দুলাল ও রেজাউলের নেতৃত্বে হামলা চালায়। হামলায় কয়েকজন গুরুতর জখম হয়েছে।

সদকী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিনহাজুল আবেদীন দ্বীপ বলেন, সেলিম হত্যা মামলার আসামিরা গ্রামে প্রবেশ করেছে। এ নিয়ে দুপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের চারজন আহত হয়েছেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, আসামিরা সকালে পুলিশকে না জানিয়ে বাড়িতে ওঠে। এর পর দুপক্ষের সংঘর্ষে অন্তত চারজন আহত হন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও পড়ুনঃ
© All rights reserved © 2021 | Powered By Sattokhobor Media Ltd
Site Customized By NewsTech.Com