1. mmisuk010@gmail.com : Misuk joy : Misuk joy
  2. rijukushtia@gmail.com : riju :

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু শুন্য, শনাক্ত ৫২

  • আপডেট টাইমঃ শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৯২ মোট ভিউ

ডেস্ক : কুষ্টিয়ায় করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় কেউ মৃত্যুবরণ করেনি। আগের ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছিল।

আজ শনিবার সকাল ৯টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মৃত্যুর পাশাপাশি রোগী ভর্তির চাপও আগের চেয়ে কিছুটা কমেছে। আক্রান্ত এবং উপসর্গ নিয়ে শনিবার সকাল ৯টা পর্যন্ত ৬৩ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ৪২ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরো ২১ জন।
এদিকে, কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ২২৮টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ৮০ ভাগ। জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৭৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৮০৭ জন।

এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭৪৮ জন। নতুন করে শনাক্ত ৫২ জনের মধ্যে কুষ্টিয়া সদরে ৩৪ জন, কুমারখালী উপজেলায় ৫ জন, দৌলতপুর উপজেলায় ১ জন, ভেড়ামারা উপজেলায় ৮ জন, মিরপুর উপজেলায় ২ জন এবং খোকসা উপজেলায় ২ জন আক্রান্ত হয়েছেন।

বর্তমানে কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫২১ জন। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৪৭৭ জন। আর হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৪৪ জন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও পড়ুনঃ
© All rights reserved © 2021 | Powered By Sattokhobor Media Ltd
Site Customized By NewsTech.Com