1. mmisuk010@gmail.com : Misuk joy : Misuk joy
  2. rijukushtia@gmail.com : riju :

কুষ্টিয়ায় জেলা প্রশাসনের অভিজানে ফিটনেস বিহীন অবৈধ ৬ টি ড্রাম ট্রাক আটক

  • আপডেট টাইমঃ রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৫৮ মোট ভিউ

উইমেন ডেস্ক:কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল বাইপাস মোড়ে ফিটনেস বিহীন অবৈধ ৬ টি ড্রামট্রাক আটক৷ আটক ড্রাম ট্রাক গুলো যানযোট মুক্ত রাখার জন্য এম,আর,এস তেল পাম্পে আনা হয় ৷রবিবার দুপুর ১ টায় প্রায় ২ ঘন্টার ওপরে অভিযান পরিচালনা করা হয় ৷সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হোসেন ৷

এ সময় ৬ টি ড্রাম ট্রাক আটক করা হয় এবং আটককৃত ৬ টির মধ্য ৫ টিকে ৫ হাজার করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা ও অনাদায়ে ১৫ দিনে জেল ধায্য করা হয় ৷এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হোসেন উইমেন নিউজকে বলেন আজ থেকে প্রতিদিন নিয়মিত জেলা প্রশানের মাধ্যমে কুষ্টিয়ার মাননীয় ডিসি স্যার জনাব সাইদুর রহমানের নেতৃত্বে সড়কে মৃত্যুর মিছিল ও শৃঙ্খলা না আসা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে ৷পরিশেষে আটক কৃত ড্রাম ট্রাক গুলোকে মালিকেরা এসে জরিমানার টাকা পরিশোধ করে তাদের জিম্মায় নিয়ে যায় ৷

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও পড়ুনঃ
© All rights reserved © 2021 | Powered By Sattokhobor Media Ltd
Site Customized By NewsTech.Com