উইমেন ডেস্ক: পঞ্চগড়ে খেলতে গিয়ে পুকুরে ডুবে রাশেদ (১১) ও আনিছ (৯) নামে দুই শিশুর মৃত্যুর হয়েছে। রোববার (০৭ আগস্ট) সন্ধ্যায় জেলার সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের খাসমহল গ্রামের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত রাশেদ ওই এলাকার আবু তালেবের ছেলে ও আনিছ একই গ্রামের রহমত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে রাশেদ ও আনিছ দুই বন্ধু বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। সন্ধ্যা ঘনিয়ে এলেও বাড়িতে না ফেরায় দুই পরিবারের লোকজন খোঁজ করতে থাকে। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বাড়ির পাশের পুকুরে তাদের ভাসতে দেখে। পরে স্থানীয়দের সহায়তায় সেখান থেকে দ্রুত উদ্ধার করে জেলা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন। মরদেহ প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply