উইমেন ডেস্ক: ময়মনসিংহের গৌরীপুরে চাচাতো বোনের গায়ে হলুদের অনুষ্ঠানে ফ্যান চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ওয়াদুদ মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ওয়াদুদ মিয়া উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মো. ইয়াকুব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ওয়াদুদ মিয়ার চাচাতো বোনের বিয়ে ঘিরে বাড়িতে বিভিন্ন আয়োজন চলছিল। সন্ধ্যার পর কনের গায়ে হলুদের আয়োজন করছিলেন গৃহবধুরা। তাদের জন্য একটি স্ট্যান্ড ফ্যান চালু করতে যান ওয়াদুদ মিয়া। কিন্তু ফ্যানের সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন ওয়াদুদ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম সিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফন করার কথা বলা হয়েছে।
Leave a Reply