ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহ্যামের কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে হোসে মরিনিয়োকে। লিগে প্রত্যাশিত পারফরম্যান্সে করতে না পারা আর ফুটবলারদের সাথে দ্বন্দ্বের কারণে চাকরি হারালেন এই পর্তুগিজ।
টটেনহ্যাম চেয়ারম্যান ডেনিয়েল লেভি জানিয়েছেন, মৌসুমের বাকি সময়টা টটেনহ্যাম জুনিয়র দলের কোচ রায়ান ম্যাসন ও ক্রিস পাওয়েলকে দায়িত্ব দেয়া হয়েছে।
২০১৯ সালের নভেম্বরে মাউরিসিও পচেত্তিনোকে ছাটাই করে মরিনহোর কাঁধে দায়িত্ব তুলে দেয়া হয়। ওই বছরই ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হন মরিনহো। আগামী রোববার লন্ডনের ওয়েম্বলি মাঠে কারবাও কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে স্পার্সরা।
Leave a Reply