1. mmisuk010@gmail.com : Misuk joy : Misuk joy
  2. rijukushtia@gmail.com : riju :

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার মাদকসহ ২ রোহিঙ্গা গ্রেফতার

  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৯২ মোট ভিউ

উইমেন ডেস্ক : কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবি সদস্যরা। জব্দ করা মাদকের মূল্য ছয় কোটি ৪০ লাখ ৩৫ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ভোরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী টেকনাফের জালিয়ারদ্বীপে এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

গ্রেফতাররা হলেন— টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. সিরাজুল ইসলাম (২৮) ও সৈয়দ সালাম (৩৮)।

লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বুধবার রাতে টেকনাফ দমদমিয়া বিওপির উত্তর-পূর্ব দিকে জালিয়ারদ্বীপ এলাকার পার্শ্ববর্তী নাফ নদীর সীমান্ত দিয়ে মাদকের এক চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে। ওই সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর থেকে এক বিশেষ টহল নাফ নদীর জালিয়ারদ্বীপের কেওড়া বাগানে অবস্থান গ্রহণ করে।

আনুমানিক রাত ১টার সময় বিজিবি টহলদল এক ব্যক্তিকে জালিয়ারদ্বীপের পাশে নাফ নদীতে কাঠের নৌকায় করে জাল দিয়ে মাছ ধরতে দেখতে পায়। এ সময় টহলদল মিয়ানমার থেকে এক চোরাকারবারীকে সাঁতরিয়ে নাফ নদী পার হয়ে জালিয়ারদ্বীপে মাছ ধরারত ওই জেলের কাছে এসে এক বস্তা দেয়। এসময় আগে থেকেই অবস্থানে থাকা বিজিবি টহলদল চারিদিক থেকে স্পিডবোটের মাধ্যমে ঘেরাও করে ওই দুজনকে আটক করে। পরে তাদের কাছ থেকে ১টি বস্তা জব্দ করে। ওই বস্তা থেকে এক কেজি চল্লিশ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও চল্লিশ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও পড়ুনঃ
© All rights reserved © 2021 | Powered By Sattokhobor Media Ltd
Site Customized By NewsTech.Com