আজ সকাল সাড়ে ছয়টার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় ইরাবতী নামের একটি জাহাজের অপরিশোধিত তেলের ট্যাঙ্কারের ইঞ্জিনরুমে আগুন লাগে। তবে কিভাবে আগুন লেগেছিলো তা এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজেরই দু’জন কর্মচারী মারা গেছেন, অগ্নিদগ্ধ হয়েছেন তিনজন। অগ্নিদগ্ধদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
Leave a Reply