‘দল-ধর্ম যার যার, বাংলাদেশ আমাদের সবার’ – উল্লেখ করে ফ্যাসিবাদমুক্ত, বৈষম্যহীন, তারুণ্যনির্ভর এক বাংলাদেশ গড়তে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামের আমীর ডা: শফিকুর রহমান। তিনি আরো বলেন, আমরা আমাদের এ দেশে মেজরিটি মাইনরিটি একেবারেই মানিনা। বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করেছে তারা এদেশের মর্যাদাবান গর্বিত নাগরিক। ইসলাম কারো উপর জোর খাটানোর কোনো অধিকার রাখেনা। অন্য ধর্মও কোনো ধর্মের উপর জোর খাটাতে পারবেনা যদি সেটি ধর্ম হয়ে থাকে।
তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিচারের নামে তামাসা করে জামাতের প্রথম সারির এগারো জন নেতাকে নির্মমভাবে খুন করেছে। আমাদের কেন্দ্রীয় অফিসসহ সারা দেশের সকল অফিস বন্ধ রাখার ফলে দীর্ঘ সাড়ে ১৩ বছর আমরা আমাদের অফিসে বসতে পারেনি। আমাদের নিবন্ধন এবং প্রতীক সম্পূর্ণ অন্যায় ভাবে কেড়ে নেওয়া হয়েছিল। তাই আজ আমাদের সাবইকে দলমত-নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
আজ শনিবার সকালে দীর্ঘ প্রায় ১৫ বছর পর কক্সবাজারে অনুষ্ঠিত জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি তিনি বলেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, স্বাধীনতার ৫৪ বছরে কোথায় কোথায় জামায়াতের কর্মীরা এসব অপকর্ম করেছে, তা সুস্পষ্ট করে নাম ঠিকানা দিয়ে আমাদের সাহায্য করুন। আপনাদেরকে কথা দিচ্ছি, ন্যায় বিচার আমরা আপনাদের হাতে তুলে দেবো। আমরা নিশ্চিত এই অপকর্মের সাথে আমাদের সহকর্মীরা জড়িত নয়।
ডা. শফিক আরো বলেন, বিশ্বের অনেক দেশ স্বাধীনতা অর্জন করার পর মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমরাও সেভাবে মাথা উঁচু করে দাড়াবো, সেটা ছিলো আমাদের আশা। একটা স্বাধীন বিচার ব্যাবস্থা আমরা এখনো পেলাম না। আইনের অঙ্গনে এসে যারা বে আইনী কর্মকান্ড করেছেন, প্রধান বিচারপতির দরজায় এসে লাথি দিয়েছিলো, আওয়ামীলীগ তাদের সুপ্রিম কোর্টের বিচারপতি বানিয়েছিলেন। এদের কাছ থেকে বিচার পাওয়া যাবেনা এটাই স্বাভাবিক। এছাড়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া পুলিশের সাবেক আইজিপি বেনেজির আহমেদের বক্তব্য প্রসঙ্গে পুলিশ বাহিনীকে অনুরোধ জানিয়ে বলেন, পুলিশ ভাইদের বলছি বেনেজিরের ফাঁদে পা দিবেন না।
শনিবার সকাল ৯টার কক্সবাজার সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা শাখার আয়োজনে এ সম্মেলন শুরু হয়।
সম্মেলনে কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নুর মোহাম্মদ আনোয়ারি সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরীসহ দলের শীর্ষ নেতারা।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মেলন ঘিরে সকাল থেকেই আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। দীর্ঘদিন পর সম্মেলন পেয়ে উচ্ছ্বসিত হয়ে উঠে সবাই। কর্মী সম্মেলন ঘিরে রঙিন ব্যানার, ফেস্টুন, তোরণে সেজেছে পুরো কক্সবাজার শহর। অনুষ্ঠানস্থলের আশেপাশে সুসজ্জিতভাবে সাঁটানো হয়েছে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন। এছাড়া জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ, রাজশাহীর শহীদ আলী রায়হান ও শহীদ সাকিব আনজুমের ছবিও পৃথক পৃথক ব্যানারে স্থান পেয়েছে।
Leave a Reply