1. mmisuk010@gmail.com : Misuk joy : Misuk joy
  2. admin@wordpress.com : root :
  3. rijukushtia@gmail.com : riju :

নাটোর সদর হাসপাতালে এক গৃহবধূ একসঙ্গে তিন সন্তান প্রসব

  • আপডেট টাইমঃ মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ১১৭ মোট ভিউ

নাটোরে লিপি বেগম (২৫) নামে এক গৃহবধূ একসঙ্গে তিন সন্তান প্রসব করেছেন। নাটোর আধুনিক সদর হাসপাতালে একসঙ্গে দুইটি মেয়ে ও একটি ছেলে সন্তানের জন্ম দেন লিপি। তিনি জেলার সদর উপজেলার একডালা গ্রামের মাসুদ রানার স্ত্রী। বিয়ের তিনবছর পর তিন সন্তান একসাথে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার স্বামী মাসুদ রানা। গৃহবধূ লিপি বেগমও জানিয়েছেন তার আনন্দের কথা। নাটোর আধুনিক সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার সকালে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম সোহেলের তত্বাবধানে নরমাল ডেলিভারির মাধ্যমেই তিনটি ফুটফুটে সন্তান প্রসব করেন ওই গৃহবধূ। ডা. আমিনুল ইসলাম সোহেল জানান-গৃহবধূ লিপি সোমবার ভোরে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন। পরে নরমাল ডেলিভারির মাধ্যমে সকাল ১০টা ২৫ মিনিটে প্রথম সন্তান, ১০টায় ৩৬মিনিট দ্বিতীয় সন্তান ও ১০টা ৪২ মিনিটে তৃতীয় সন্তান প্রসব করেন। এর মধ্যে দুটি শিশুর ওজন দুই কেজি ও একটির ওজন দেড় কেজি। মূলত জন্মের সময় স্বাভাবিক শিশুর ওজন আড়াই কেজির মতো হয়। এই শিশুদের ওজন একটু কম হলেও শিশু তিনটি এবং তাদের মা বর্তমানে সুস্থ রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও পড়ুনঃ
© All rights reserved © 2021 | Powered By Sattokhobor Media Ltd
Site Customized By NewsTech.Com