উইমেন ডেস্ক: বুধবার, ০৬ অক্টোবর ২০২১, ২২ আশ্বিন ১৪২৮ |
ফেনীর ছাগলনাইয়া থেকে ৯ কেজি ৮শ গ্রাম গাঁজাসহ মো. হৃদয় হোসেন (২১) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (৫ অক্টোবর) দিনগত রাতে উপজেলার জমদ্দার বাজার থেকে তাকে আটক করা হয়।আটক হৃদয় ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ মটুয়া গ্রামের জালাল আহাম্মদের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর র্যাব-৭ এর একটি দল জমদ্দার বাজারের একটি দোকানের সামনে অবস্থান নেয়। এসময় র্যাবকে দেখে পালানোর চেষ্টা করলে হৃদয়কে ধাওয়া করে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা প্লাস্টিকের বস্তা থেকে পাঁচ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর অধিনায়ক আব্দুল্লাহ আল জাবের ইমরান জানান, উদ্ধার করা গাঁজার ওজন ৯ কেজি ৮শ গ্রাম। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫৬ হাজার ৮০০ টাকা। পাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply