রংপুরের গঙ্গাচড়া উপজেলায় জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার আঘাতে চাচার মত্যু। আজ শনিবার বেলা ১১ টার দিকে বড়বিল ইউণিয়নের পাকুরিয়া শরিফ দেওয়ানীপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এলাকবাসি ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকার শহিদুল ইসলাম (৫২) এর সাথে ভাতিজা আদনান ও আদীবের দ্ব›দ্ব ছিল। জমি নিয়ে সকালে ভাতিজাদের সাথে বাকবিতন্ডতা হয়। এক পর্যায়ে ভাতিজারা ধারালো অস্ত্র দিয়ে চাচাকে আঘাত করে। ঘটনাস্থলেই চাচা শহিদুল ইসলাম মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
গঙ্গাচড়া থানারওসি আল ইমরান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply