উইমেন ডেস্ক: মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় কবিতা রানী বড়ুয়া (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রবিবার (১৭ অক্টোবর) বিকাল ৬টার দিকে উপজেলার নিজামপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত কবিতা বড়ুয়া উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের উত্তর হাইতকান্দি গ্রামের মৃত দানিশ বড়ুয়ার স্ত্রী।
রেলওয়ে পুলিশ সীতাকুণ্ডে দায়িত্বরত কর্মকর্তা রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাচ্ছি। পরিবারের সাথে কথা বলে জানতে পারি, নিহত বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
Leave a Reply