উইমেন ডেস্ক: বুধবার, ০৬ অক্টোবর ২০২১, ২২ আশ্বিন ১৪২৮ |
মেহেরপুরের গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে পলাশীপাড়া গ্রাম থেকে তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে।
বুধবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ৩৭ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলাসহ মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
তারা হলেন কুষ্টিয়ার আড়ুয়াপাড়ার আফসার আলীর ছেলে হাসান আলী (২৪), পলাশীপাড়ার মকবুল হোসেনের ছেলে শওকত (৪৫) ও মোহনের ছেলে রুবেল(২৬)।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, গ্রেফতারকৃতরা চিহ্নিত মাদক কারবারী। অভিযান চালিয়ে দুটি ব্যাগে ৩৭ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।
Leave a Reply