সপ্তাহখানেক আগেই লিওনেল মেসি বার্সার সাবেক খেলোয়াড় হয়ে গেছেন। তবে এ নিয়ে বার্সায় শোক পালনের সময় নেই। নতুন মৌসুম যে শুরু হয়ে যাচ্ছিলো। তাইতো দলে এক নতুন শুরু ডাক দিয়েছিলেন কোচ রোনাল্ড কোম্যান। সে ডাকের সাড়া দিয়ে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। মেসিবিহীন উড়ন্ত বার্সাকে সরাসরি দেখেছে কয়েক হাজার দর্শক। করোনা ইস্যু কাটিয়ে ন্যু ক্যাম্পে সাড়ে সতের মাস পর ফিরেছে দর্শক। দর্শকদের মধ্যে মেসিভক্তরাও ছিল অনেক। অনেকের গায়ে মেসির সেই ১০ নম্বর খচিত জার্সি দেখা গেছে। ম্যাচ শুরু হয়েছে সবে মাত্র দশ মিনিট, তখন মেসি মেসি মেসি রবে মুখর হলো বার্সার মাঠ। যদিও মাঠ দূরের কথা, মেসির অবস্থান তখন স্পেনেও ছিল না। আগের দিনই প্যারিসে নিজের নতুন ক্লাবের খেলা উপভোগ করেছেন মেসি।
Leave a Reply