1. mmisuk010@gmail.com : Misuk joy : Misuk joy
  2. rijukushtia@gmail.com : riju :

শাহরুখ নাকি হৃত্বিক-রণবীর কাকে নিয়ে হবে ধুম ৪ ?

  • আপডেট টাইমঃ সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১৮ মোট ভিউ
শাহরুখ নাকি হৃত্বিক-রণবীর কাকে নিয়ে হবে ধুম ৪?
শাহরুখ নাকি হৃত্বিক-রণবীর কাকে নিয়ে হবে ধুম ৪?

সব গল্পের মতো এখানে নায়ক মানে শুধু ভালো ভালো কাজ দিয়ে সমাজ বদলে দেয়া কোনো চরিত্র নয়। বরং একজন চোরই এখানে মূল পুরুষ চরিত্র। বলা হচ্ছে ‘ধুম’ সিনেমার সিরিজের কথা। এরইমধ্যে সিনেমাটির তিনটি কিস্তি মুক্তি পেয়েছে। তিনটি গল্পই পছন্দ করেছেন দর্শক। বক্স অফিসেও সেগুলো পেয়েছে দারুণ সাফল্য।
জন আব্রাহামকে দিয়ে শুরু হয়েছিল ‘ধুম’ সিরিজের ধুম ধাড়াক্কা যাত্রা। এরপরের কিস্তিতে দেখা গেছে হৃত্বিক রোশনকে। সেই ছবিও তুমুল সাড়া ফেলেছিল বক্স অফিসে। তৃতীয় কিস্তিতে বাজিমাত করেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। ক্যাটরিনাকে নিয়ে তিনিও বেশ সাফল্য পেয়েছেন।
এবার সিরিজটির চতুর্থ পর্ব নিয়ে আগ্রহী হয়ে উঠছেন হিন্দি সিনেমার দর্শক। কবে আসবে এটি, কে করবেন নির্মাণ এবং কে হবেন এবারের ধুমের নায়ক সে নিয়ে আলোচনার শেষ নেই। সেইসব আলোচনায় নতুন তথ্য জানালেন বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ।
তিনি আজ এক পোস্টে ‘ধুম ৪’ নিয়ে কথা বলেছেন। তিনি লেখেন, ‘এসআরকে? হৃতিক? রণবীর? ‘ধুম ৪’-এর সত্যতা কী? সোশ্যাল মিডিয়ায় বহুল প্রত্যাশিত ছবিটি সম্পর্কে জল্পনা-কল্পনা জ্বলছে। ছবির কাস্টিং এবং পরিচালককে ঘিরে গুজব ছড়িয়ে পড়েছে। বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল টস করেছে, কেউ আবার প্রস্তাব করেছেন ‘ধুম ৪’ এ তারা শাহরুখ খানকে চান। পরিচালক হিসেবে চান সিদ্ধার্থ আনন্দকে।
কেউ আবার দাবি করছেন শাহরুখ নয়, হৃত্বিক না রণবীর কাপুর হোক ‘ধুম ৪’ ছবির নায়ক। কেউ কেউ খবরও ছড়াচ্ছেন ভুল তথ্যে এই দুই অভিনেতা চূড়ান্ত হয়েছেন দাবি করে।’
তরণ আদর্শ জানান, ‘ধুম ৪’ -এর সব খবরই আপাতত গুজব। ভক্তরা তাদের প্রিয় সিরিজ দেখতে চাইবে, সেখানে তাদের পছন্দের অভিনেতা-পরিচালক দেখতে চাইবে এটা স্বাভাবিক। তবে সত্যটা হলো এখন পর্যন্ত ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস এই প্রকল্প নিয়ে কোনো নিশ্চিত তথ্য ঘোষণা দেয়নি। তাই সমস্ত ভিত্তিহীন জল্পনা বন্ধ করতে অনুরোধ করেছেন এই বাণিজ্য বিশ্লেষক।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও পড়ুনঃ
© All rights reserved © 2021 | Powered By Sattokhobor Media Ltd
Site Customized By NewsTech.Com