ফেনীর পাঁচগাছিয়া ইউনিয়নের ভাস্কর গ্রামে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আনোয়ার হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার অভিযোগে বলা হয়, শুক্রবার দুপুরে শিশুটি বাড়ির পাশে খেলছিলো। হঠাৎ তাকে ওই জায়গায় না দেখতে পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে শিশুটি কান্নাকাটি করতে করতে পাশের একটি ঘর থেকে বের হয়ে আসে। পরে মেয়েটিকে শারীরিকভাবে লাঞ্ছিতের বিষয়টি নিশ্চিত হয় পরিবার।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। একটি পক্ষ মীমাংসার জন্য চাপ দিচ্ছে বলে অভিযোগ পরিবারের।
Leave a Reply