উইমেন ডেস্ক: রোববার, ১০ অক্টোবর ২০২১, ২৬ আশ্বিন ১৪২৮ |
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রবিবার (১০ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাইপাস সড়কের হাজেরা হ্যাভেন কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- মিরসরাই উপজেলার জোরালগঞ্জ দক্ষিণ মেহেদী নগরের আলমগীরের ছেলে মেহেদী হাসান জনি (১৩) ও বাগেরহাট জেলার চিতলমারী থানার বড়গুনি গ্রামের মিন্টু মিয়ার ছেলে সিয়াম (১০)। দুর্ঘটনায় সিয়ামের বাবা মিন্টু মিয়াও (৩২) আহত হয়েছেন।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমির ফারুখ জানান, সীতাকুণ্ড বাইপাস সড়কে মাছবাহী একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকামুখী অপর একটি মালবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের লাশ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে রয়েছে। আহত ব্যক্তিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
Leave a Reply