উইমেন ডেস্ক:ভোলার ইলিশা ফেরি ঘাট এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৮। এ সময় মাদক বিক্রিতে ব্যবহৃত প্রাইভেট কার (চট্ট মেট্রো-গ ১১-২০৭৮) জব্দ করা হয়।
বুধবার (৩০ মার্চ) ভোলায় অবস্থিত র্যাব-৮ এর অস্থায়ী ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
এর আগে, মঙ্গলবার (২৯ মার্চ) দিবা গত রাত ১টা ৪০ মিনিটের দিকে সদর উপজেলা ইলিশা ফেরিঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহ এ আলী কুমিল্লা দক্ষিণ সদর সোয়াগাজী গ্রামের বাসিন্দা।
র্যাব-৮ আরও জানায়, সে দীর্ঘ দিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে গাঁজার চালান সংগ্রহ করে ভোলা জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রি করে আসছে শাহ এ আলী। র্যাব-৮ বরিশাল সিপিএসসি ভোলা ক্যাম্পের ডিএডি মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
Leave a Reply