1. mmisuk010@gmail.com : Misuk joy : Misuk joy
  2. rijukushtia@gmail.com : riju :

লালন স্মরণোৎসব কাল, থাকছে না মেলা

  • আপডেট টাইমঃ শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১৬ মোট ভিউ
ফাইল ছবি

সত্যখবর ডেস্ক: পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে এ বছর কুষ্টিয়ার কুমারখালীতে লালন স্মরণোৎসবে শুধু আলোচনা সভা হবে। আগামীকাল রোববার বিকেলে ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়ির মুক্তমঞ্চে হবে এ সভা।

প্রতিবছর উৎসব তিন দিনব্যাপী চললেও এবার হবে এই এক দিন। এ ছাড়া গ্রামীণ মেলা থাকছে না বলে আয়োজকদের সূত্রে জানা গেছে।

আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ। সভাপতিত্ব করবেন কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি এহেতেশাম রেজা।

একাডেমি সূত্রে জানা গেছে, বাউল সম্রাট ফকির লালন শাহ তাঁর জীবদ্দশায় ছেঁউড়িয়ার এই আখড়াবাড়িতে প্রতিবছর চৈত্রের দোলপূর্ণিমা রাতে বাউলদের নিয়ে সাধুসঙ্গ উৎসব করতেন। তাঁর মৃত্যুর পরও এ উৎসব চালিয়ে আসছেন অনুসারীরা।

লালন স্মরণোৎসবকে কেন্দ্র করে বিগত দিনে লালনের আখড়াবাড়ি এলাকা সাধু, ভক্ত ও দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হতো। বিস্তীর্ণ এলাকাজুড়ে বসত গ্রামীণ মেলাও।

জেলা প্রশাসক এহেতেশাম রেজা বলেন, এবারের লালন স্মরণোৎসব রমজান মাসে হওয়ার কারণে কার্যক্রম শুধু এক দিন আলোচনা সভার মধ্যে সীমাবদ্ধ থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও পড়ুনঃ
© All rights reserved © 2021 | Powered By Sattokhobor Media Ltd
Site Customized By NewsTech.Com